1/6
2/6
দিল্লির বন্য়া
photos
TRENDING NOW
3/6
দিল্লির বন্য়া
কাশ্মীরি গেট, মজনু কি টিলা, আইটিও, লাল কেল্লা ও দিল্লি সেক্রেটারিয়েট জলমগ্ন। দিল্লির জাতীয় স্মৃতিসৌধ ইন্ডিয়া গেটও ডুবে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান যমুনার তীর থেকে তিন-চার কিলোমিটার দূরে। এমনকী নিমজ্জিত রিং রোড ও আইপি উড়ালপুলের কাছে। একদিকে যেমন যানবাহন চলাচল ব্যাহত। তেমনি আরেকদিকে প্রবল জানযট। জতুগৃহে পরিণত হয়েছে দিল্লি।
4/6
দিল্লির বন্য়া
5/6
দিল্লির বন্যা
কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কবলে গোটা উত্তর ভারত। দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ-- বৃষ্টি, বর্ষণ, ধসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে নেমেছে হড়পা বান। তার জেরে নেমেছ ধস। ধুয়ে গিয়েছে বহু এলাকা। মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। সমগ্র বিপর্যয়ের জেরে ঘটেছে মৃত্যু। লাফিয়ে লাফিয়ে বাড়ছেও মৃত্যু। এখনও পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
6/6
দিল্লির বন্যা
এই পরিস্থিতিতে হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। এর ফলেই যমুনার জলস্তর বিপদসীমা থেকে তিন মিটার বৃদ্ধি পেয়েছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের (সিডব্লিউসি) এক আধিকারিক বলছেন, 'আমরা লক্ষ্য করেছি যে, হস্তনিকুন্ড ব্যারেজ থেকে ছাড়া জল এবার দিল্লিতে পৌঁছতে বিগত বছরের তুলনায় অনেক কম সময় নিয়েছে৷ এর প্রধান কারণ হতে পারে পলি জমা এবং ধীরে ধীরে অধিকার করে নেওয়া৷ আগে জল প্রবাহের জন্য আরও জায়গা থাকত৷ এখন, এটি একটি সংকীর্ণ ক্রস-সেকশনের মধ্য দিয়ে যায়।'
photos