Jalpaiguri: আতঙ্কের নাম বৃষ্টি! ঘরবাড়িমানুষ টেনে নিয়ে চলে যাচ্ছে ক্রুদ্ধ নদীর বন্যাজলস্রোত...
Jalpaiguri: বন্যা-পরিস্থিতি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকে। হাতিনালা ও আংরাভাসা নদীর জল ফুঁসছে। চরম দুর্ভোগ এলাকাবাসীর।
প্রদ্যুৎ দাস: রাতভর চলা অবিরাম বৃষ্টির জেরে কার্যত বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ির বানারহাট ব্লকে। বানারহাটের বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে। পাশাপাশি, হাতিনালা এবং আংরাভাসা নদীর জল ঢুকে পড়েছে পার্শ্ববর্তী এলাকায়। জলমগ্ন হয়ে পড়েছে তোতাপাড়া, লক্ষ্মীপাড়া, বানারহাট, বিন্নাগুড়ির এসএম কলোনি, নেতাজিপাড়া এবং গয়েরকাটার আংরাভাসা নদীর তীরবর্তী এলাকা।
1/6
ঘরবন্দি
2/6
ভিজছে ঘরবাড়ি
photos
TRENDING NOW
3/6
ভয়ংকর টান
4/6
জলমগ্ন
5/6
ভেসে যাচ্ছে মানুষ
কয়েকশো বাড়ি জলমগ্ন। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। রান্নাঘরে জল ঢুকে যাওয়ায় অনেক বাড়িতে জ্বলছে না উনুন, প্রায় অরন্ধনের পরিস্থিতি। বিন্নাগুড়ির লায়ন্স ক্লাবের তরফে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফে পুরো বিষয়টিতে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যেই জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান তৃণমূলের জেলা পরিষদের বিজয়ী প্রার্থী সীমা চৌধুরী।
6/6
ভয়াল স্রোত
photos