1/15
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে কেটে গিয়েছে ৩৮ বছর। ১৯৮৩-র ২৫ জুন ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল মোড় ঘুরিয়েছিল ভারতীয় ক্রিকেটে। কপিল দেবের নেতৃত্বে ভারত যে বিশ্বকাপ জিততে পারে, তা কারও কল্পনায় আসেনি। ৩৮ বছরের আগে বিশ্ব জয় স্বাধীন ভারতে একটা মাইলফলক আজও। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। কিন্তু বিলেতের মাটিতে ওয়েস্ট ইন্ডিয়ানদের হারিয়ে কপিল দেবের হাতে বিশ্বকাপ- আজও ভারতীয় ক্রিকেট জাদুঘরের সেরা ফ্রেম।
photos
TRENDING NOW
4/15
5/15
7/15
8/15
9/15
কপিল দেবের নেতৃত্বে ভারত যে বিশ্বকাপ জিততে পারে, তা কারও কল্পনায় আসেনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারা ম্যাচ ভারত জেতার পর সমীহ আদায় করে নিয়েছিল। ১৭ রানের মাথায় পড়ে গিয়েছিল ৫ উইকেট। টিটোয়েন্টির দু'দশক আগে মারকাটারি ব্যাট করেছিলেন কপিল দেব। তাঁর ১৭৫ রানের ইনিংসের সৌজন্যে ভারত পৌঁছয় ৬০ ওভারে ২৬০ রানে। ৩১ রানে ম্যাচ জেতে ভারত।
10/15
12/15
13/15
এই ছবিটি সেলিব্রেশনের। বলবিন্দার সিং সান্ধু আর সৈয়দ কিরমানি ছাড়া এযুদ্ধ জেতা সম্ভব ছিল না। বিশেষত, ক্রিকেটে তখন ওয়েস্ট ইন্ডিজের সামনে লিলিপুট ভারত। অথচ তারাই থামিয়ে দিয়েছিল ক্যারবিয়ানদের বিজয়রথ। এ জয় শুধু অমরনাথ, গাভাসকরদের ব্যক্তিগত দক্ষতায় নয়। বরং দলগত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ছাপিয়ে গিয়েছিল ভারত। যার নেতৃত্বে ছিলেন অকুতোভয় এক হরিয়ানভি কপিল দেব।
14/15
15/15
photos