সেমিফাইনালে হারের জের? ভারতের জার্সি থেকে সরে আসছে স্পনসর Oppo
Jul 14, 2019, 20:41 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের সেমিফাইনালে হারার জের? 'মেন ইন ব্লু'-এর জার্সির স্পনসরশিপ থেকে Oppo সরে আসতে চলেছে বলে শোনা যাচ্ছে কানাঘুষো। এর ফলে বিরাট কোহলিদের জার্সিতে দেখা যাবে নতুন স্পনসর।
2/5
২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হতে চুক্তি হয় বিবিকে ইন্ড্রাস্টির মালিকানাধীন সংস্থা Oppo। ভারত-চিন 'মধুর' সম্পর্কের আবহে চিনা সংস্থার সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি নিয়ে তখনই শুরু হয়েছিল বিতর্ক।
photos
TRENDING NOW
3/5
সূত্রের খবর, বিসিসিআই-এর সঙ্গে চুক্তি বাতিল করতে চাইছে চিনা স্মার্টফোন উত্পাদনকারী সংস্থা ওপ্পো। এনিয়ে ইতিমধ্যেই দরকারি অফিসিয়াল প্রক্রিয়া শুরু করেছে তারা।
4/5
২০১৭ সালের ১ এপ্রিল স্টার ইন্ডিয়াকে সরিয়ে ভারতীয় দলের স্পনসর হয় চিনা সংস্থা Oppo। ১০৭৯ কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয় তারা।
5/5
পুরুষ, মহিলা ও জুনিয়র দলের জার্সিতে ঠাঁই পায় Oppo। কিন্তু কী কারণে চুক্তির মেয়াদ শেষের আগেই বেরিয়ে যেতে চাইছে তারা? তা স্পষ্ট নয়।