এটিএম-এ বিপ্লব, আর ব্যাঙ্কমুখো হতে হবে না গ্রাহকদের!
Aug 08, 2018, 15:14 PM IST
1/7
S 7
ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় একপ্রকার বিপ্লব আসতে চলেছে বলা যায়। লেনদেনের সুবিধার জন্য এবার এটিএম এর পরিবর্তে ক্যাশ রিসাইকেলিং মেশিন বা সিআরএম।
2/7
S 6
এই মেশিনে নগদ টাকা জমা দেওয়া যাবে। সেই টাকা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে গ্রাহকদের দেওয়ার জন্য।
photos
TRENDING NOW
3/7
S 5
নগদ টাকা জমা দেওয়ার সময় ও তা গ্রাহকদের দেওয়ার আগে সিআরএম বাতিল করে দেবে জাল নোট।
4/7
S 4
নতুন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে টাকা জমা দেওয়া ও তা গ্রাহকদের দেওয়ার জন্য পৃথক মেশিনের প্রয়োজন হবে না। পাশাপাশি এটিএম-এ ক্যাশ ভরার কোনও ঝামেলা থাকবে না। অর্থাৎ এটিএম এর পরিবর্তে বসবে একটাই মেশিন। সেটি হল ক্যাশ রিসাইকেলিং মেশিন বা সিআরএম।
5/7
S 3
সিআরএম-এ থাকছে আরও সুবিধা। ক্যাশলেস ডিপোজিট, অনলাইন ক্রেডিট, বিল পেমেন্ট এর সুবিধা থাকছে এই মেশিনে।
6/7
S 2
ব্যাঙ্কিং ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য বছর হল ১৯৬৭ সাল। ওই বছর লন্ডনের এনফিল্ডে একটি মেশিন বসানো হয় যেটি থেকে গ্রাহকদের জন্য শুধুমাত্র ১০ পাউন্ডের নোট বের হতো। সেই যাত্রা শুরু এটিএমের।
7/7
S 1
১৯৬৭ থেকে এই ২০১৮ এটিএম প্রযুক্তিতে বিশাল পরিবর্তন এসেছে। এখন এটিএম-এ চালু হয়েছে ভিডিও টেলার প্রযুক্তি, বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ও কার্ড ফ্রি অ্যাকসেস সিস্টেম।