এবার ১০০ জিবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পেতে চলেছে দেশবাসী

Sep 22, 2018, 23:51 PM IST
1/5

হাইস্পিড ইন্টারনেট

int_5

শিগগিরই হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ভারতের নাগরিকরা। ১০০ জিবিপিএস স্পিডের উপরে ইন্টারনেট পরিষেবা পাবেন দেশবাসী।

2/5

হাইস্পিড ইন্টারনেট

int_4

আগামী বছরের মধ্যে তিনটি জিস্যাট উপগ্রহের উত্ক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

3/5

হাইস্পিড ইন্টারনেট

int_3

ইসরোর চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ ভারত। তবে ব্রডব্যান্ড স্পিডের নিরিখে বিশ্বে ৭৬তম স্থানে দেশ। চলতি বছরে দুটি উপগ্রহ-জিস্যাট-১১ ও জিস্যাট-২৯ উত্ক্ষেপণ করতে চলেছে ইসরো। পরের বছর জিস্যাট ২০ উপগ্রহ উত্ক্ষেপণ করা হবে। 

4/5

হাইস্পিড ইন্টারনেট

int_2

এই তিনটি উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে পাঠানোর জেরে ইন্টারনেট স্পিড ১০০ জিবিপিএসের অধিক হবে বলে দাবি করেছেন কে সিবান। 

5/5

হাইস্পিড ইন্টারনেট

int_1

দেশজুড়ে আড়াই লক্ষ ওয়াইফাই স্পট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতনেটের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছনোই লক্ষ্য কেন্দ্রের।