মেলবোর্নে সৌরভকে ছুঁয়ে ফেললেন বিরাট

 

Dec 30, 2018, 12:07 PM IST

 

 

1/5

মেলবোর্ন টেস্ট জিতে রবিবার সকালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১-এ সিরিজে এগিয়ে গিয়েছে কোহলির ভারত। আর এদিনই ফের একটা রেকর্ড গড়লেন বিরাট। এবার ছুঁলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। এদিন ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসাবে বিদেশের মাটিতে সব থেকে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়লেন তিনি। 

2/5

এতদিন বিদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট জয়ের কৃতিত্ব ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে। বিদেশের মাটিতে ২৮টি টেস্টে অধিনায়কত্ব করে ১১টি টেস্ট জিতেছিলেন তিনি। সৌরভের সেই রেকর্ড ছুঁলেন ২৪টি টেস্টে অধিনায়কত্ব করেই। 

3/5

এই তালিকায় রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও রাহুল দ্রাভিড়ের নামও। তবে সাফল্যের নিরিখে সৌরভ ও বিরাটের থেকে অনেকটাই পিছিয়ে তারা। বিদেশের মাটিতে ৩০টি টেস্টে অধিনায়কত্ব করে ৬টিতে জয় আনতে পেরেছিলেন ধোনি। আর ১৭টি টেস্টের মধ্যে ৫টিতে জিতেছিলেন রাহুল দ্রাভিড়। 

4/5

এদিন একই সঙ্গে ১৫০তম টেস্ট ম্যাচ জিতল ভারত। বিশ্বের পঞ্চম দেশ হিসাবে এই নজির গড়ল তারা। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই নজির গড়েছে।   

5/5

এছাড়া উপ মহাদেশের বাইরে এক ক্যালেন্ডার বছরে সব থেকে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়ল কোহলির ভারত। গত ১ জানুয়ারি থেকে গোটা বছরে উপ-মহাদেশের বাইরে ৪টি টেস্ট জিতেছে ভারত। এর আগে ১৯৬৮ সালে উপ মহাদেশের বাইরে ৩টি টেস্ট জিতেছিল ভারত। এছাড়া এদিন ৩৭ বছর ১০ মাস পর মেলবোর্নে টেস্ট জিতল ভারত।