মোদীর ভারত কি সামরিক শক্তিতে চিনের চেয়ে এগিয়ে? আসুন, দেখে নেওয়া যাক...

India Vs China Military Power: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিন আবার মারমুখী। ৯ ডিসেম্বর LAC- কাছে একটি জায়গায় ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। তে উভয়পক্ষেরইকিছু সৈন্য আহত হন।

| Dec 13, 2022, 17:14 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিন আবার মারমুখী। ৯ ডিসেম্বর LAC- কাছে একটি জায়গায় ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। তে উভয়পক্ষেরইকিছু সৈন্য আহত হন। প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখে দুপক্ষের মধ্যে সীমান্ত-অচলাবস্থার পরিবেশ ছিল। এরই মধ্যে শুক্রবার ইয়াংসির নিকটবর্তী সংবেদনশীল এলাকায় এলএসি-র (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল) কাছে সংঘর্ষ হয়েছে। ২০০ জনেরও বেশি চিনা সৈন্য এতে জড়িত ছিল। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে এলএসি সংলগ্ন এলাকায় উভয়পক্ষই টহল দিচ্ছিল। তখনই এটা ঘটে। ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে যদি সত্যিই বড় আকারের সংঘর্ষ বাধে, কী হবে তাহলে ? আসুন, সামরিক শক্তির নিরিখে ভারত ও চিন, কে কোথায় দাঁড়িয়ে আছে আপাতত সেটুকুই দেখে নেওয়া যাক!

1/6

প্রতিরক্ষা বাজেট

এ বছরের ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রতিরক্ষা বাজেটে ৯.৭৮ শতাংশ বরাদ্দ বাড়িয়েছেন। ভারতের প্রতিরক্ষা বাজেট এখন ৫.২৫ ট্রিলিয়ন ($৭০.৬ বিলিয়ন)। যদিও চিন ২০২২ সালের জন্য তাদের প্রতিরক্ষা বাজেট রেখেছে ১.৪৫ ট্রিলিয়ন ইউয়ান (২২৯.৫ বিলিয়ন ডলার)!

2/6

সামরিক শক্তি

ভারতের ৪৬১৪টি ট্যাঙ্ক রয়েছে, যেখানে চিনের ৫২৫০টি। ভারতে ১০০টি স্বচালিত কামান, ১৩৩৮টি রকেট লঞ্চার রয়েছে। চিনের কাছে ৪১২০টি স্ব-চালিত আর্টিলারি এবং ৩১৬০টি রকেট লঞ্চার রয়েছে। ভারতের কাছে ১৩৩৮টি মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে, চিনের রয়েছে ৩,১৬০টি। ভারতের আধাসামরিক বাহিনীর সংখ্যা ২৫২৭ ০০০, চিনের ৬২৪০০০। ভারতের বারো হাজার সাঁজোয়াযান রয়েছে, যেখানে চিনের রয়েছে ৩৫ হাজার।

3/6

নৌবাহিনী

ভারতের কাছে একটি বিমানবাহী রণতরী রয়েছে এবং চিনের রয়েছে দুটি। চিনের কাছে ৭৯টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের রয়েছে ১৭টি। ভারতের ১০টি ডেস্ট্রয়ার রয়েছে, চিনের রয়েছে ৪১টি।

4/6

বিমানবাহিনী

ভারতের কাছে ৫৬৪টি যুদ্ধবিমান রয়েছে, চিনের কাছে ১২০০টি। ভারতের কাছে ২১৮২টি বিমান রয়েছে যেখানে চিনের ৩২৮৫টি। ভারতের ৮০৫টি হেলিকপ্টার, চিনের ৯১৬টি। চিনের ২৮১টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, ভারতের ৩৭টি।

5/6

ক্ষেপণাস্ত্র

ভারতের কাছে ১৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, চিনের কাছে ২৫০-৩৫০টি। চিনের কাছে DF-31A/DF-31AG ICBM ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা দশ হাজার থেকে ১৩ হাজার কিমি! ভারতের রয়েছে অগ্নি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৫০০০ কিলোমিটার। ভারত বানাচ্ছে অগ্নি৬ মিসাইল, যার রেঞ্জ হবে ১১ হাজার থেকে ১২ হাজার কিমি!

6/6

চোখে চোখ

অর্থাৎ, দুই দেশই চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। হতে পারে, তুল্যমূল্য বিচারে ভারত হয়তো কয়েক কদম পিছিয়ে।