India Vs England: একনজরে দ্বিতীয় ম্যাচে সম্ভাব্য ভারতীয় একাদশ
Mar 25, 2021, 18:43 PM IST
1/12
নিজস্ব প্রতিবেদন: ভারতের জয়ের ধারা অব্য়াহত থাকবে নাকি ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড? চোট পেয়ে ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। শুক্রবার দ্বিতীয় ওয়ান-ডে বেশ কিছু বদল ঘটতে চলেছে ভারতীয় দলে। একনজরে দেখা নেওয়া যাক সম্ভাব্য একাদশ।
2/12
প্রসিদ্ধ কৃষ্ণা: কেএল রাহুল, ক্রুনা পাণ্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় প্রসিদ্ধা কৃষ্ণার। অভিষেক ম্যাচে ৪ উইকেট নেন তিনি।
photos
TRENDING NOW
3/12
ভুবনেশ্বর কুমার: ভারতীয় পেস আক্রমণের কার্যত মুখ হয়ে ওঠেছেন ভুবনেশ্বর কুমার। প্রথম ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
4/12
শার্দুল ঠাকুর: প্রথম ম্যাচে জনি বেয়ারস্টো আউট করে ইংল্যান্ডের ব্যাটিং-এ ধস নামান শার্দুল ঠাকুর। পারফরম্যান্সের জোরেই দ্বিতীয় ম্যাচে দলে ঢুকতে পারেন তিনি।
5/12
ওয়াশিংটন সুন্দর: ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি ওয়াশিংটন সুন্দর। T-20-তেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ওয়ান-ডে দলের সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার এই তরুণ ক্রিকেটারটি।
6/12
ক্রুনাল পাণ্ডিয়া: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই দ্রুততম অর্ধ-শতরানের বিশ্বরেকর্ড গড়েছেন ক্রুনাল পান্ডিয়া। এই পারফরম্যান্সের পর তাঁকে দল থেকে বাদ দেওয়া কঠিন।
7/12
হার্দিক পাণ্ডিয়া: বিরাট জমানায় ভারতীয় প্রায় নিয়মিত সুযোগ পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন তিনি।
8/12
লোকেশ রাহুল: ইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের হয়ে ODI-তে অভিষেক হয় লোকেশ রাহুলের। প্রথম ম্যাচে অর্ধ শতরান করেন তিনি। দ্বিতীয় ম্যাচেও রাহুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
9/12
সূর্যকুমার যাদব: T-20-তে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন আগেই। চোটের কারণে শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে উঠে আসছে সূর্যকুমারের নাম।
10/12
বিরাট কোহলি: দ্বিতীয় ওয়ানডে নামার আগেই সুখবর পেলেন ভারতীয় দলের অধিনায়ক। আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন বিরাট। এবার কী সেঞ্চুরির খরা কাটবে? নজর থাকবে সেদিকে।
11/12
রোহিত শর্মা: দ্বিতীয় ওয়ান-ডে রোহিতের খেলা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। কারণ, প্রথম ম্যাচে মার্ক উডের ডেলিভারিতে কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে সুস্থ থাকলে শিখর ধাওয়ানের সঙ্গে 'হিটম্যান'কেই ওপেন করার সম্ভাবনাই বেশি।
12/12
শিখর ধাওয়ান: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার 'গব্বর'-র। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৯৮ রানে ইনিংস খেলেন শিখর ধাওয়ান। দ্বিতীয় ম্যাচেও ফের তাঁকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে।