India tour of West Indies,2019: জাতীয় দলে প্রথমবার একসঙ্গে রাজস্থানের তিন ক্রিকেটার!

| Jul 22, 2019, 16:36 PM IST
1/5

1

ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন রাজস্থানের তিন ক্রিকেটার খলিল আহমেদ, দীপক চাহার এবং রাহুল চাহার। এই প্রথমবার জাতীয় দলে রাজস্থানের তিন ক্রিকেটার একসঙ্গে সুযোগ পেলেন।  

2/5

2

২২ বছর বয়সী বাঁ হাতি পেসার খলিল আহমেদ এর আগে ৮টি ওয়ান ডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শুধুমাত্র টি-টোয়েন্টি নয় ক্যারিবিয়ান সফরে একদিনের দলেও সুযোগ পেয়েছেন খলিল। 

3/5

3

দেশের হয়ে একটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন দীপক চাহার।

4/5

4

২০ বছর বয়সী রাহুল চাহার প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে নজর কাড়েন এই স্পিনার। সেই সুবাদেই জাতীয় দলের দরজা খুলল দুই খুড়তুতো ভাই দীপক চাহার-রাহুল চাহার।

5/5

5

ভারতীয় এ দলের খেলতে অ্যান্টিগাতেই রয়েছেন  তিন ক্রিকেটার।