লন্ডন থেকে ভারতে ৪৫০ অক্সিজেন সিলিন্ডার উড়িয়ে নিয়ে আসল IAF র C-17 Globemaster

May 04, 2021, 20:57 PM IST
1/5

করোনা বিধ্বস্ত ভারতে ভয়ঙ্কর অক্সিজেন সঙ্কট। এই অবস্থায় একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে।

2/5

ব্রিটিশ অক্সিজেন কোম্পানি (British Oxygen Company, BOC) ভারতে পাঠাচ্ছে ৯০০ অক্সিজেন সিলিন্ডার। যার মধ্যে ৪৫০ অক্সিজেন সিলিন্ডার চলে এল ভারতে। প্রতিটি সিলিন্ডারের অক্সিজেন ধারণ করার ক্ষমতা ৪৬.৬ লিটার।

3/5

মঙ্গলবার অর্থাৎ আজ সকালেই ভারতে এসেছে ৪৫০ অক্সিজেন সিলিন্ডার। ভারতীয় বায়ুসেনার (IAF C17) ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globemaster) লন্ডন থেকে চেন্নাইতে উড়িয়ে এনেছে অক্সিজেন সিলিন্ডারগুলি। বাকি আরও ৪৫০ অক্সিজেন সিলিন্ডারও আসছে।

4/5

বিওসি এই অক্সিজেনগুলি দিয়েছে চেন্নাইয়ের রেড ক্রস সোসাইটিকে (Red Cross Society)। ভারতীয় বায়ুসেনা তাদের টুইটার হ্যান্ডেলে এয়ারক্রাফ্ট সি-১৭ গ্লোবমাস্টারের অক্সিজেন নিয়ে আসার ছবিগুলি শেয়ার করেছে।  

5/5

৪ ইঞ্জিন বিশিষ্ট ও টি-পাখনাযুক্ত বিরাট পণ্যবাহী বিমান সি-১৭ গ্লোবমাস্টার। দেশের সঙ্কটে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যাওয়ার কাজে এই বিমানের কোনও দ্বিতীয় বিকল্প নেই।