ফোর্ট উইলিয়ামে পদাতিক দিবস উদযাপন ভারতীয় সেনার

Oct 27, 2022, 09:04 AM IST
1/6

পদাতিক দিবস

পদাতিক দিবস

ফোর্ট উইলিয়ামে চলছে পদাতিক দিবসের অনুষ্ঠান। ৭৫তম পদাতিক দিবস গোটা দেশজুড়েই সাড়ম্বরেই উদযাপন করছে ভারতীয় সেনা।

2/6

পদাতিক দিবস

পদাতিক দিবস

১৯৪৭ এ আজকের দিনে পাক হানাদার বাহিনীকে পর্যুদস্ত করতে কাশ্মীরে সেনা অভিযান শুরু করেছিল ভারত।

3/6

পদাতিক দিবস

পদাতিক দিবস

সেই যোদ্ধাদের স্মরণেই পালন হয় এই পদাতিক দিবস। ফোর্ট উইলিয়মে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে বিজয় স্মারকে মাল্যদান করা হয়।

4/6

পদাতিক দিবস

পদাতিক দিবস

স্বাধীনতার পর এটাই ছিল প্রথম ভারতীয় পদাতিক সেনা অভিযান।

5/6

পদাতিক দিবস

পদাতিক দিবস

তৎকালীন জম্মু কাশ্মীরের রাজা হরি সিংয়ের অনুরোধে দিল্লী থেকে শিখ রেজিমেন্টের পদাতিক সেনা পাঠানো হয় শ্রীনগরে।

6/6

পদাতিক দিবস

পদাতিক দিবস

ভারতীয় পদাতিক সেনার বিক্রমে পাক দখলমুক্ত হয় কাশ্মীর।