মাধ্যমিক পাস হলেই Indian Post Office-য়ে মিলবে চাকরি, কীভাবে আবেদন করবেন?

Mar 15, 2021, 16:25 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিক পাশ করলেই মিলতে পারে চাকরি। ভারতীয় ডাক বিভাগে  (India Post) গ্রামীণ ডাক সেবক, ABPM & BPM, Staff Car Driver, Ridder Dispatcher এবং Skilled Artisans পদে পেতে পারেন চাকরি।   

2/7

ভারত জুড়ে খালি পদের সংখ্যা ২৫৫৮ টি। শিক্ষগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাস। তবে জানতে হবে অঙ্ক, ইংরাজি ও স্থানীয় ভাষা। থাকতে হবে পাস মার্ক। 

3/7

৮ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 

4/7

তফসিলি জাতি, উপজাতির আবেদনকারীদের বয়স সীমা আরও বেশি। 

5/7

আবেদনের শেষ তারিখ- ০৭-০৪-২০২১। আবেদন করতে ক্লিক করুন  https://indiapostgdsonline.in লিঙ্কে।   ৮ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে।

6/7

আবেদন সম্পূর্ণ হওয়ার পর যে রেজিস্ট্রশন স্লিপ পাবেন, সেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন নম্বর।   

7/7

বেতন হবে ১২ হাজার থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।