Tarapith Mandir: তারাপীঠ মন্দিরে এবার নতুন নিয়ম! কখন খুলবে মন্দির, ক'টায় বন্ধ? লাইনে দর্শন নয়? গর্ভগৃহে ঢোকা বন্ধ?

New Rules at Tarapith Mandir: তারাপীঠের মা তারার মন্দিরে নতুন নিয়ম চালু হল পৌষ মাসের একেবারে প্রথম দিন থেকেই। জেনে নিন, কী কী নতুন নিয়ম আসছে।

| Dec 17, 2024, 14:50 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তারাপীঠের মা তারার মন্দিরে নতুন নিয়ম চালু হল পৌষ মাসের একেবারে প্রথম দিন থেকেই। তারাপীঠ শক্তিপীঠ নয়, সিদ্ধপীঠ। কথিত আছে, একবার তারাদেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি। তাঁকে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন বামাক্ষ্যাপা। তারাপীঠে মাকে পঞ্চব্যঞ্জন-সহ ভোগ নিবেদন করা হয়। আমিষ ভোগের মূল বিষয় পোড়া শোল মাছ। শোনা যায়, ভোগের পাতে এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা তারা। এহেন তারাপীঠ নিয়ে বাঙালি খুবই প্রাণিত থাকে। তার মধ্যে এই পৌষে সেটা আরও বাড়ে। কেননা, পৌষে কালীদর্শন একটা বিশেষ বিষয়। 

1/6

পৌষের প্রথম দিনেই

তারাপীঠের মা তারার মন্দিরে নতুন নিয়ম চালু হল পৌষ মাসের প্রথম দিন থেকে। মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভক্তদের মোবাইল গেটেই নিরাপত্তা রক্ষীদের কাছে জমা রাখতে হবে। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবাইতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কী কী সিদ্ধান্ত? (তথ্য: প্রসেনজিৎ মালাকার)

2/6

মন্দিরদ্বার

মন্দির নির্দিষ্ট সময়ে খুলতে ও বন্ধ করতে হবে। (তথ্য: প্রসেনজিৎ মালাকার)

3/6

নির্দিষ্ট সময়ে ভোগনিবেদন

মা তারার মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। (তথ্য: প্রসেনজিৎ মালাকার)

4/6

মাত্র দু'টি লাইন

পুজোর জন্য মাত্র দু'টি লাইন রাখা হবে-- একটি সাধারণ লাইন, একটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে, তারপর বিশেষ লাইন চালু হবে। (তথ্য: প্রসেনজিৎ মালাকার)

5/6

চরণস্পর্শে না?

এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না। মোবাইল নিয়ে প্রবেশও নিষিদ্ধ। (তথ্য: প্রসেনজিৎ মালাকার)

6/6

নতুন নিয়ম

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়মগুলি মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর করা হয়েছে। আজ থেকেই নতুন নিয়ম চালু হওয়ায় মন্দির চত্বরে কড়া নজরদারি চলছে। (তথ্য: প্রসেনজিৎ মালাকার)