যাত্রীদের থেকে এবার 'ইউজার চার্জ' নেবে রেল! বাড়ছে টিকিটের দাম
Sep 18, 2020, 11:25 AM IST
1/5
বিমানের টিকিট কাটলে যাত্রীদের দিতে হয় ইউজর চার্জ। এবার ভারতীয় রেলও একইভাবে যাত্রীদের থেকে ইউজার চার্জ নেবে বলে জানা যাচ্ছে।
2/5
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বি কে যাদব এদিন জানিয়েছেন, অত্যধিক ব্যস্ত স্টেশনগুলিতে যাত্রী সুবিধার অত্যাধুনিক ব্যবস্থা দেওয়া হবে। তার জন্য নামমাত্র ইউজার চার্জ প্রয়োগ করা হবে।
photos
TRENDING NOW
3/5
ইউজার চার্জ নেওয়া মানে এবার টিকিটের দামও বাড়বে। যদিও রেলের তরফে বলা হচ্ছে, দেশের সাত হাজার স্টেশনের মধ্যে মাত্র দশ থেকে ১৫ শতাংশ স্টেশনে ইউজার চার্জ নেওয়া হবে।
4/5
ইতিমধ্যে রেলে বেসরকারিকরণ নিয়ে বিরোধীরা সরব হয়েছে। এবার যাত্রী ভাড়া বাড়ায় রেলের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হতে পারেন বলে মনে করা হচ্ছে।
5/5
রেলের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে। ফলে স্টেশনে যাত্রী সুবিধা আরও উন্নত করার দিকে নজর দেওয়া হচ্ছে। আর তাই এই নামমাত্র ইউজার চার্জ নেওয়া হবে।