Air Pollution: দূষণে দমবন্ধ! বিশ্বের শীর্ষ ১০ দূষিতের তালিকায় ভারতের ৫

শহরের বিভিন্ন অংশের ভিজ্যুয়ালগুলি রাস্তায় একটি ঘন কুয়াশার চিত্র তুলে ধরেছে। এর ফলে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ধোঁয়াশার একটি ঘন স্তর দেশের রাজধানী দিল্লির আকাশকে ঢেকে ফেলেছে। সেই তুলনায় আজ কিছুটা স্থিতিশীল কলকাতা।  

Nov 14, 2023, 12:31 PM IST
1/5

দিল্লি দূষণ

অয়ন ঘোষাল: বিশ্ব বায়ু দূষণের নিরিখে ফের তৃতীয় স্থানে উঠে এল দিল্লি। মাঝে বৃষ্টির জেরে রাজধানী নেমে গিয়েছিল। চলে গিয়েছিল দশের নিচে। বৃষ্টি কমতেই ফের বিষাক্ত হল রাজধানীর ফুসফুস।   

2/5

পাটনা দূষণ

প্রতিবেশী রাজ্য বিহারের রাজধানী পাটনা উঠে এল দ্বিতীয় স্থানে। তবে উদ্বেগ বাড়িয়ে বিশ্ব দূষণ মানচিত্রে আজ ভোরে পশ্চিমবঙ্গের একাধিক মফস্বল ও শহরের নাম উঠে আসায় প্রমাদ গুনছেন পরিবেশবিদ ও সমীক্ষকরা।   

3/5

কলকাতা দূষণ

এর মধ্যে রয়েছে হুগলির চন্দননগর, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, বসিরহাট, বনগাঁ। হাওড়া শহর এবং উলুবেড়িয়া উঠে এসেছে বিশ্বের দূষিততম শহরের ক্রমতালিকায়। যথাক্রমে ২৮ এবং ২৯ তম স্থানে। 

4/5

কলকাতা দূষণ

সেই তুলনায় আজ কিছুটা স্থিতিশীল কলকাতা। যা আছে বিশ্ব দূষণ তালিকার ৩১ নম্বরে। যদি শুধু কলকাতার দিকে তাকানো যায়, তাহলে ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে ফোর্ট উইলিয়াম। 

5/5

কলকাতা দূষণ

ময়দান ঘেঁষা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লাগোয়া আপাত দৃষ্টিতে সবুজে ঘেরা নির্মল ফোর্ট উইলিয়াম আজ অস্বাস্থ্যকর বলেই চিহ্নিত হয়েছে ভোরের দূষণ ইনডেক্সে। যেখানে AQI মাত্রা ২৪৪। পাশাপাশি দক্ষিণ শহরতলির যাদবপুর এলাকা রোজই উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে আজ ভোর সাড়ে ৫ টার AQI মাত্রা ২৩৭।