বেসরকারিকরণের পথে প্রথম ধাপ, ৪ অক্টোবর চলতে শুরু করবে দেশের প্রথম বেসরকারি ট্রেন

Oct 01, 2019, 22:46 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বেসরকারিকরণের পথে প্রথম ধাপ এগোল রেল। ৪ অক্টোবর দিল্লি-লখনৌ রুটে তেজস এক্সপ্রেসের যাত্রা সূচনা করলেন যোগী আদিত্যনাথ। আর এটাই হতে চলেছে দেশের প্রথম বেসরকারি ট্রেন। 

2/5

ট্রেন চালানোর জন্য দরপত্র চেয়েছিল রেল। আর সেই দরপত্রে ট্রেন চালানোর অনুমতি পেয়েছে বেসরকারি সংস্থা ইন্ডিয়ান রেলওয়েজ কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)।

3/5

গত সেপ্টেম্বরেই শুরু হয়েছিল বুকিং। দিল্লি-লখনৌ রুটে এসি কারে ভাড়া পড়ছে ১২৮০ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৪৫০। 

4/5

তেজস এক্সপ্রেস দেরিতে গন্তব্যে পৌঁছলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। ভারতে এর আগে ক্ষতিপূরণ দেওয়ার রীতি চালু ছিল না। ১ ঘণ্টা দেরি হলে যাত্রীরা পাবেন ১০০ টাকা, ২ ঘণ্টা দেরি হলে পাবেন ২৫০ টাকা।

5/5

তেজসের যাত্রীদের একাধিক সুবিধা আইআরসিটিসি। এর মধ্যে থাকছে বাড়ি থেকে লাগেজ নিয়ে আসা-যাওয়া, বিমানের মতো ট্রেনসেবিকা, বিমান টিকিট, ট্যাক্সিং বুকিং ইত্যাদি।