মন্দা কাটিয়েও ভারতের GDP বাড়বে ১২.৫ শতাংশ হারে, ভবিষ্যতবাণী IMF-এর

Apr 06, 2021, 21:10 PM IST
1/5

করোনার ধাক্কা সামলে এখনও  স্বাভাবিক ছন্দে ফেরেনি দেশের অর্থনীতি। তার মধ্যেই ফের শক্তি বাড়াছে করোনা। এর মধ্যে দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে খুশির খবর দিল IMF ।

2/5

IMF-এর তরফে ভবিষ্যতবাণী করা হয়েছে, ২০২১ সালে ভারতের জিডিপি বৃদ্ধি হবে ১২.৫ শতাংশ হারে।  

3/5

ভারতের এই আর্থিক বৃদ্ধি হবে চিনের থেকেও বেশি।

4/5

এক সময়ে  আইএমএফের ভবিষ্তবাণী ছিল ভারতের আর্থিক বৃদ্ধি ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।  তবে এপ্রিলে যে অর্থবর্ষ শুরু হয়েছে তাতে দেশের বৃদ্ধির হার ভালো।

5/5

করোনা পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশেই অর্থনীতিতে প্রভাব ফেলেছে। এর মধ্যে অবশ্য চিনের আর্থিক বৃ্দ্ধি পেয়েছে ২.৩ শতাংশ। তবে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতিও।