দাম সাধ্যের মধ্যে, বিশ্ববাজারে করোনার ওষুধ পৌঁছে দেবে ভারতের এই সংস্থা

May 13, 2020, 11:23 AM IST
1/5

বিশ্বের বাজারে করোনা চিকিত্সার দাওয়াই পৌঁছে দেওয়ার বরাত পেল এক ভারতীয় সংস্থা। রেমডিসিভিরের প্রস্তুতকারক মার্কিন সংস্থা গিলিড সায়েন্স সংস্থার সঙ্গে মঙ্গলবার চুক্তিবদ্ধ হল ভারতের জুবিল্যান্ট লাইফ সায়েন্স নামের ফার্মেসি সংস্থা। বিশ্বের ১২৭টি দেশে রেমেডিসিভির পৌঁছে দেবে জুবিল্যান্ট লাইফ সায়েন্স। ছবি: সংস্থার ওয়েবসাইটের পুরনো ছবি।

2/5

তবে জুবিলন্যান্ট লাইফ সায়েন্স সেই কাজ শুরুর আগে রয়েছে আরও একটি ধাপ। রেমেজিসিভিরের অন্তিম ক্লিনিকাল ট্রায়ালে সবুজ সংকেত ও ভারত সরকারের অনুমোদন মিললে তবেই বাজারে আসবে এই ওষুধ। "আপাতত ক্লিনিকাল ট্রায়াল ও ভারত সরকারের অনুমোদনের দিকে তাকিয়ে আমরা। আশা করছি খুব শীঘ্রই তা হবে," জানালেন সংস্থার কর্ণধার শ্যাম ভারতী ও হরি ভারতী। 

3/5

 করোনাভাইরাস নিরাময়ের এই দাওয়াইয়ের দাম কেমন হবে? "ভারতে ওষুধের মূল অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসগুলি বানানো হবে। ফলে, দাম অনেকটাই সাধ্যের মধ্যেই রাখা যাবে," জানালেন সংস্থার কর্ণধার। 

4/5

এর আগে স্বাস্থ্যমন্ত্রকের এক নির্দেশিকায় জানানো হয়, রেমডিসিভিরের ১০০০ ডোজের ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 

5/5

প্রসঙ্গত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৯ মার্চ সরকারি ছাড়পত্র পায় রেমডিসিভির।