করোনায় ব্যাপক ক্ষতিগ্রস্থ ভারতে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় কুমির সংরক্ষণকেন্দ্র
Aug 13, 2020, 12:26 PM IST
1/5
বছরে ৫০ লাখ লোক কম করে আসতেন এই পার্কে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, বৃদ্ধা, বছরভর নানা বয়সী লোকজন আসতেন কুমীরদের দেখতে। কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে একজনও আসেনি। ফাঁকা পার্ক।
সব মিলিয়ে দুহাজার কুমীর ও ঘড়িয়াল রয়েছে সেখানে।এছাড়াও বিভিন্ন প্রজাতির সাপ ও টিকটিকি রয়েছে। এশিয়ার সব থেকে বড় কুমীর সংরক্ষণকেন্দ্র মাদ্রাস ক্রোকোডাউল পার্ক। কিন্তু করোনার এই পরিস্থিতিতে এই পার্কের অস্বিত্ব বিপন্ন।
4/5
সর্প বিশেষজ্ঞ Romulus Whitake ১৯৭৬ সালে এই পার্ক তৈরি করেন। চেন্নাই থেকে ৪০ কিমি দূরে অবস্থিত এই পার্ক। পার্কের ডিরেক্টর Allwin Jesudasan জানিয়েছেন, এই চার মাসে ১.৪০ কোটি টাকা তাঁদের ক্ষতি হয়েছে।
5/5
কর্তৃপক্ষের তরফে এবার সাধারণ মানুষের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে। পশুপ্রেমীরা যদি এগিয়ে আসেন তা হলে এই পার্কের অবলা প্রাণীগুলির দুবেলা খাবার জুটতে পারে। কারণ, করোনার এই পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে পার্ক খোলার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছে না কর্তৃপক্ষ।