২১ বছর পর চালু হচ্ছে দেশের দীর্ঘতম রেলসেতু, মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Dec 23, 2018, 14:54 PM IST
1/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_1

দীর্ঘ প্রতীক্ষার অবসান অসম এবং অরুণাচলবাসীর। ২১ বছর পর স্বপ্নপূরণ হতে চলেছে তাঁদের। আগামী মঙ্গলবার এই দুই রাজ্যের সংযোগকারী, দেশের দীর্ঘতম রেলসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_2

১৯৯৭ সালে তত্কালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার হাত ধরে হয়েছিল প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ওই সেতুর ভিত্তি প্রস্তর। অটলবিহারি বাজপেয়ীর আমলে শুরু হয় তার কাজ।

3/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_3

তারপর দশ বছর কংগ্রেস ক্ষমতায়। শামুক গতিতে এগিয়েছে সেতুর কাজকর্ম।

4/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_4

এই সেতু নিয়ে সরকারের এমন গড়িমসিতে বিস্তর ক্ষোভও জমা হয় উত্তর-পূর্বাচঞ্চলের মানুষের।

5/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_5

কারণ, ব্রহ্মপুত্রের উপর তৈরি এই সেতু অসমের তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের নহরলাগুন যেতে যে সময় লাগত, তা ১০ ঘণ্টা কমিয়ে দেবে বলে দাবি প্রশাসনের। 

6/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_6

সড়ক এবং রেল এই দুই নিয়ে তৈরি বগিবিল ব্রিজ। উত্তর-পূর্ব সীমান্তে সেনাবাহিনীর যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম তৈরি হবে এই সেতু।

7/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_7

উত্তর-পূর্ব রেলের সিপিআরও প্রণব জ্যোতি শর্মা বলেন, “ব্রহ্মপুত্রের উপর সেতু তৈরি করা অত্যন্ত চ্যালেঞ্জের। কারণ, এই অঞ্চল যেমন ভূমিকম্পপ্রবণ, তেমনই বৃষ্টিপাত এখানে সবচেয়ে বেশি।”

8/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_8

এই প্রকল্পটি সম্পন্ন করতে খরচ হচ্ছে প্রায় ৫,৯২০ কোটি টাকা।

9/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_9

অসমের স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, এই সেতু ডিব্রুগড়বাসীর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে।

10/10

২১ বছর পর চালু হচ্ছে

bogibeel_10

গুয়াহাটির পর ডিব্রুগড়েও বাণিজ্যিক ক্ষেত্র তৈরি হবে। স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হবে।