মধুর প্রতিশোধ! ওলিম্পিকে সোনাজয়ী মারিনকে হারিয়ে দিলেন সিন্ধু

| Dec 23, 2018, 10:51 AM IST
1/6

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

মধুর প্রতিশোধ নিয়ে ফেললেন পিবি সিন্ধু। রিও ওলিম্পিকে যাঁর কাছে সোনার পদক হাতছাড়া হয়েছিল, সেই ক্যারোলিন মারিনকে শেষমেশ হারিয়ে দিলেন হায়দরাবাদী ব্যাডমিন্টন তারকা।

2/6

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের প্রথম ম্যাচে পিভি সিন্ধুর নেমেছিলেন মারিনের বিরুদ্ধে। ১১-১৫, ১৫-৮, ১৫-১৩ ব্যবধানে স্প্যানিশ তারকাকে হারিয়ে দিলেন সিন্ধু। 

3/6

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

সিন্ধুর জয়ের সুবাদে পিবিএল-এর প্রথম ম্যাচেই পুণেকে হারিয়ে দিল হায়দরাবাদ। 

4/6

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

আন্তর্জাতিক সার্কিটে এখনও পর্যন্ত ১২বার মুখোমুখি হয়েছেন সিন্ধু-মারিন। যার মধ্যে সাতবার জিতেছেন মারিন। এদিকে, প্রিমিয়র ব্যাডমিন্টন লিগে এর আগে মাত্র দুবার সাক্ষাত হয়েছে দুজনের। দুই বারই সিন্ধুকে হারের সম্মুখীন হতে হয়েছিল। 

5/6

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

এবার হায়দরাবাদ হান্টার্সের ক্যাপ্টেন সিন্ধু। প্রসঙ্গত, হায়দরাবাদ পিবিএল-এর গতবারের সংস্করণের চ্যাম্পিয়ন। 

6/6

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়ন মারিনকে হারালেন পিভি সিন্ধু

এই নিয়ে চার বছরে পা রাখল পিবিএল। প্রথম ম্যাচে ওলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন মারিনের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে সিন্ধুর দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।