Delhi Mumbai Expressway: চোখ-ধাঁধানো অত্যাধুনিক এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে বণ্যপ্রাণীও! দেখে নিন সড়কের ছবি...
Delhi Mumbai Expressway: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রস্তাবিত এই বিশাল সড়ক প্রকল্পের অন্যতম অংশ দিল্লি-দৌসা-লালসট ২৪৬ কিলোমিটার অংশটির উদ্বোধন। এটিকে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের 'রাজস্থান লেগ' বলা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রস্তাবিত এই বিশাল সড়ক প্রকল্পের অন্যতম অংশ দিল্লি-দৌসা-লালসট ২৪৬ কিলোমিটার অংশটির উদ্বোধন। এটিকে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের 'রাজস্থান লেগ' বলা হচ্ছে। নতুন এই রাস্তা দিয়ে দিল্লি থেকে জয়পুরে যেতে লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আগে লাগত ৫ ঘণ্টা। নতুন রাস্তার ফলে ভ্রমণসময় এক ধাক্কায় দেড় ঘণ্টা কমবে বলে জানা গিয়েছে। এখন থেকে দিল্লি থেকে মুম্বই যেতেও সড়কপথে সময় লাগবে অনেক কম! আগের চেয়ে অর্ধেক!
1/6
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে
2/6
আগের চেয়ে ৫০ শতাংশ কম সময় লাগবে
photos
TRENDING NOW
3/6
জুড়ে দিচ্ছে এলাকা
4/6
জুড়ে দিচ্ছে শহর
5/6
সড়ক ভাঙেনি বন
6/6
অর্থনীতিকে প্রবল ভাবে উজ্জীবিত করবে?
photos