India’s Pink-Ball Test Record: অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট, রইল গোলাপি বলে ভারতের রেকর্ড, সর্বাধিক রান-উইকেট কার?

India’s Pink-Ball Test Record: অ্যাডিলেডে ফের দিন-রাতের টেস্ট। রইল গোলাপি বলে ভারতের রেকর্ড, জানুন সর্বাধিক রান-উইকেট কার

Dec 05, 2024, 20:13 PM IST
1/5

অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারত-অস্ট্রেলিয়া

Australia vs India, Adelaide Pink-Ball Test

পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। পারথ এখন অতীত, আগামিকাল, ৬ ডিসেম্বর থেকে এবার অ্যাডিলেডে শুরু ইন্দো-অজি দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের খেলা। এই প্রতিবেদনে রইল গোলাপি বলে ভারতের এখনও পর্যন্ত রেকর্ড। এর সঙ্গেই জানুন গোলাপি বলে ব্যাট-বলে মাত করেছেন কে!

2/5

গোলাপি বলে ভারতের রেকর্ড

 India’s Pink-Ball Test Record

ভারতের গোলাপি ইতিহাস মাত্র চার টেস্টের। ভারত প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলেছিল ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ইতিহাসের সাক্ষী ছিল ক্রিকেটের নন্দনকানন- ইডেন গার্ডেন্স। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্য়ায় নজির গড়েছিলেন। বিরাট কোহলির ভারত মোমিনুল হকের বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে জিতেছিল। ২০২০ সালে এই অ্যাডিলেডেই ভারত দ্বিতীয় গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল ৮ উইকেটে। চারবছর আগে এই টেস্টেই ভারত অলআউট হয়েছিল মাত্র ৩৬ রানে। যা আজও  ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। এরপর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত তৃতীয়বার দিন-রাতের টেস্ট খেলেছিল। ইংরেজদের বিরুদ্ধে ভারত জেতে ১০ উইকেটে। ২০২২ সালে ভারত শেষবার খেলেছে গোলাপি বলে। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জিতেছিল ২৩৮ রানে।  

3/5

গোলাপি বলে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান কার?

Most Runs For India In Pink-Ball Tests

এই তালিকায় একে রয়েছেন বিরাট কোহলি (৪ ম্যাচে ২৭৭ রান, গড় ৪৬.১৬), দুয়ে রোহিত শর্মা (৩ ম্যাচে ১৭৩ রান, গড় ৪৩.২৫), তিনে শ্রেয়স আইয়ার ( ১ ম্যাচে ১৫৯ রান, গড় ৭৯.৫০)  

4/5

গোলাপি বলে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট কার?

Most Wickets For India In Pink-Ball Tests

এই তালিকায় একে রবিচন্দ্রন অশ্বিন (৪ ম্যাচে ১৩.৮৩-এর গড়ে ১৮ উইকেট), দুয়ে অক্ষর প্যাটেল (২ ম্যাচে ৯.১৪-এর গড়ে ১৪ উইকেট) তিনে এবার পেসার। তিনি উমেশ যাদব (২ ম্যাচে ১৫.৫৪-এর গড়ে ১১ উইকেট)  

5/5

গোলাপি বলে ভারতের হয়ে সর্বাধিক ও সর্বনিম্ন স্কোর

Highest And Lowest Scores For India In Pink-Ball Tests

এখনও পর্যন্ত ভারত গোলাপি বলে চারটি দিন-রাতের টেস্ট খেলেছে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথমবার গোলাপি বলে খেলে ৩৪৭/৯ ডিক্লেয়ার করেছিল। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক। শেষবার অ্যাডিলেড সফরে ৩৬ রানে অলআউট হওয়াই সর্বনিম্ন স্কোর।