1/5
Red Sky
শনিবার বিকালে যখন আকাশের ছবিগুলো তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন ইকা ওয়ালান্দারি, তাঁর এলাকার বাইরের বন্ধুদের বিশ্বাস হয়নি। আকাশ আবার এত লাল হয় নাকি! কিন্তু ওয়ালান্দারি জোর দিয়ে জানায়, গত কয়েক দিন ধরেই ইন্দোনেশিয়ার জাম্বির মেকার সারি গ্রামের আকাশের অবস্থা এমনই। কারণ? দাবানলের প্রচন্ড ধোঁয়া থেকে সৃষ্টি হওয়া ধোঁয়াশা।
2/5
Red Sky
photos
TRENDING NOW
3/5
Red Sky
ইন্দোনেশিয়ার জাম্বির মেকার পার্শ্ববর্তী বনে দাবানলের ফলে বাতাসে বিপুল পরিমাণে ধোঁয়া, সূক্ষ ধুলিকণা মিশছে। গোধুলির সময়ে অনেক ক্ষেত্রেই আকাশের থাকে লালচে আলোর ছ্বটা। সিঙ্গাপুর ইউনিভার্সিটির অধ্যাপক কোহ তিয়েহ ইয়ং জানান, এই সময়ের লাল আলোর বিচ্ছুরণ এসে প্রতিফলিত হচ্ছে ধোঁয়াশার সূক্ষ ধুলিকণায়। ফলে দুপুরের পর থেকে আরও লালচে হয়েছে আকাশ। আকাশের এই অবস্থা ‘রেইল স্কাটারিং’ নামে পরিচিত।
4/5
Red Sky
5/5
Red Sky
photos