INDvsNZ:ওপেন করতে পারেন Cheteshwar Pujara! কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
মুম্বই টেস্টের প্রথম একাদশে চমক থাকতে পারে।
সব্যসাচী বাগচী: কানপুর টেস্টে রাজকীয় অভিষেক ঘটানো শ্রেয়স আইয়ার কি ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে নামতে পারবেন? বিরাট কোহলি ওয়াংখেড়ে টেস্টে দলে ফিরছেন। ফলে শ্রেয়সের মুম্বই টেস্ট খেলা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে শ্রেয়সকে রেখেই প্রথম একাদশ সাজানো হবে। ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় একমাত্র টার্গেট। তাই তিন স্পিনার ও দুই পেসার কম্বিনেশনে খেলার জন্য ওপেন করতে পারেন চেতেশ্বর পূজারা। বাদ যেতে পারেন প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যর্থ ময়ঙ্ক আগরওয়াল। পূজারা এর আগেও ৪টি টেস্টে ওপেন করেছেন। এর মধ্যে ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলোম্বর মাঠে করেছিলেন অপরাজিত ১৪৫ রান। এর পাশাপাশি ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে দিল্লি টেস্টে ৫২ ও অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন পূজারা।
দীর্ঘদিন বড় রান না পেলেও অজিঙ্কা রাহানে ও পূজারাকে নমনীয় ভারতীয় শিবির। দুই সিনিয়র ব্যাটারের অবদানের কথা ভেবে তাঁদের ছেটে ফেলতে চাইছেন না হেড কোচ রাহুল দ্রাবিড়। তাছাড়া সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। এমন অবস্থায় এই দু'জনকে সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।