Rampurhat: স্কুল খুলতেই কোভিড পজিটিভ শিক্ষিকা, ফের বন্ধ পঠনপাঠন
Dec 01, 2021, 16:26 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : কালনার পূর্বস্থলীর পর এবার বীরভূমের রামপুরহাট। স্কুল খোলার ১৫ দিনের মধ্যেই করোনায় আক্রান্ত স্কুলের এক শিক্ষিকা। ফলে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল স্কুল। আপাতত ৭ দিনের জন্য বন্ধ থাকবে স্কুল।
2/5
আশঙ্কা একটা হচ্ছিল, তা সত্যি করেই সোমবার সন্ধ্যায় রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার টেস্টের রিপোর্ট আসতে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। যার জেরে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
photos
TRENDING NOW
3/5
পরদিনই নোটিস দিয়ে আগামী ৭ দিনের জন্য স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সাবধানতা অবলম্বনে ওই স্কুলের আরও ৪০ জন শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরও কোভিড টেস্ট করা হয়েছে।
4/5
একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্কুলের সবকটি ঘর প্রতিদিন স্যানিটাইজার করা হচ্ছে। উল্লেখ্য, কোভিড বিধি মেনে আপানতত স্কুলে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হচ্ছে।
5/5
এখন ওই স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৫০৩ জন। শিক্ষিকা করোনা আক্রান্ত হওয়ার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া ও তাদের অবিভাবকদের মধ্যেও।