১৯ সন্তানসম্ভবা মহিলা-সহ মালদ্বীপ থেকে ৬৯৮ ভারতীয়কে দেশে ফেরাল নৌসেনা

May 10, 2020, 16:46 PM IST
1/5

1

1

উপসাগর থেকে ভারতীয়দের ফেরানোর পর এবার মালদ্বীপ থেকেও ফেরানো হল ভারতীয়দের। রবিবার মালদ্বীপের মালে থেকে কোচিতে এলেন ৬৯৮ ভারতীয়। ছবি-কমলিকা সেনগুপ্ত

2/5

2

2

ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা যাচ্ছে দেশে ফেরা ওই ৬৯৮ ভারতীয়দের মধ্যে ১৯ সন্তানসম্ভবা মহিলাও রয়েছেন। ছবি-কমলিকা সেনগুপ্ত

3/5

3

3

গত ৭ মে মালে গিয়ে পৌঁছায় নৌসেনার জাহাজ আইএনএস জলাশ্বয়। শুক্রবার সেটি ওই ৬৯৮ যাত্রী নিয়ে কোচির উদ্দেশ্য রওনা দেয়। ছবি-কমলিকা সেনগুপ্ত

4/5

4

4

ভারতীয় নৌসেনা আগেও এরকম অভিযান চালিয়েছে। ২০০৬ সালে তারা করে অপারেশন সুকুন ও ২০১৫ সালে অপাসরেশন রাহাত। ছবি-কমলিকা সেনগুপ্ত

5/5

5

5

২০০৬ সালে যুদ্ধ বিধ্বস্থ লেবানন থেকে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়। ২০১৫ সালে ইয়েমেন থেকে ভারতীয়দের ফেরত আনে নৌসেনা। ইরাক-কুয়েত যুদ্ধের সময়েও ১.৫ লাখ ভারতীয়কে ফেরত আনে ভারতীয় নৌসেনা। ছবি-কমলিকা সেনগুপ্ত