রাজনাথ সিংয়ের হাত ধরে নৌসেনায় যোগ দিল স্করপিন ক্লাসের ভয়ঙ্কর এই সাবমেরিন

Sep 28, 2019, 13:48 PM IST
1/6

s 6

s 6

নৌবাহিনীর হাতে এল দ্বিতীয় স্করপিন ক্লাস সাবমেরিন আইএনএস খান্ডেরি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে এটি শনিবার যোগ দিল ভারতীয় নৌসেনায়।

2/6

S 5

S 5

গত ১৯ সেপ্টেম্বর আইএনএ খান্ডেরিকে নৌবাহিনীর হাতে তুলে দেয় মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। ২০১৭ সালের ১৪ ডিসেম্বর নৌসেনার হাতে আসে প্রথম স্করপিন ক্লাস সাবমেরিন আইএনএস কালভারি।

3/6

S 4

S 4

সাবেমরিনটির নকশা তৈরি করেছে ফরাসি সংস্থা ন্যাভাল গ্রুপ। এটির নামকরণ করা হয়েছে সোডফিস-এর নামে। এনিয়ে ভারতের হাতে এল মোট ১৭টি সাবমেরিন।

4/6

S 3

S 3

আইএনএস খান্ডেরিতে থাকতে পারবেন ৮ নৌসেনা অফিসার ও ৩৫ নাবিক। টানা ৫০ দিন সমুদ্রে কাটাতে পারে এই সাবমেরিনটি।

5/6

S 2

S 2

মোট ৬৭.৫ মিটার লম্বা এই সাবমেরিনটির ওজন ১,৭৭৫ টন। চলে ডিজেল ও ৩৬০টি ব্যাটারিতে। সমুদ্রের ৩৫০ মিটার গভীরতায় এটি ডুবে থাকতে পারে টানা ৫০ দিন।

6/6

s 1

s 1

আইএনএস খান্ডেরিতে থাকছে ১৮ SUT টর্পেডো। থাকেছে ৩০টি অ্যান্টি শিপ মাইন।