'ভিশন ২০৩০' আগামীকে দিশা দেখাতে বাজেটে ১০টি দিক নির্দেশ মোদী সরকারের

Feb 01, 2019, 19:37 PM IST
1/11

লোকসভা ভোটের আগে 'ভিশন ২০৩০'-র দিক নির্দেশ করলেন পীযূষ গোয়েল। ১০টি গুরুত্বপূর্ণ দিশা দেখিয়েছেন অর্থমন্ত্রী। 

2/11

পরিকাঠামো

১০ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হতে গেলে দরকার পরিকাঠামো- সড়ক, সেতু ইত্যাদি।    

3/11

ডিজিটাল ইন্ডিয়া

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে স্টার্ট আপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি।   

4/11

স্বচ্ছ ও সবুজ ভারত

বিকল্প শক্তির যান ও বৈদ্যুতিন যানবাহনের উপরে জোর দিতে হবে। ভারতেই তৈরি করতে হবে বৈদ্যুতিন যান। 

5/11

গ্রামীণ শিল্পায়ন

মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে গ্রামীণ এলাকায় ছোট ও মাঝারি শিল্পের উন্নতি। 

6/11

পরিচ্ছন্ন নদী

দেশের কৃষকদের জলসেচ ও পানীয় জলের ব্যবস্থা করতে পরিচ্ছন্ন নদীর প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছেন পীযূষ গোয়েল। সাগরমালা প্রকল্প ও জলনির্ভর অর্থনীতিতে জোর দেওয়ার পক্ষে সওয়াল করেন। 

7/11

সাগর

২০৩০ ভিশনের ষষ্ঠ দিক হল সাগর ও উপকূলীয় এলাকা। 

8/11

মহাকাশ

মহাকাশে উপগ্রহ উত্ক্ষেপণের জন্য বিশ্বের লঞ্চপ্যাড হয়ে উঠেছে। ২০২২ সালের মধ্যে মহাকাশে মানব পাঠাতে চলেছে ভারত। 

9/11

খাদ্য উত্পাদনে স্বনির্ভরতা

কৃষি উত্পাদন বাড়াতে হবে। যাতে স্বনির্ভর হতে পারে দেশ।

10/11

স্বাস্থ্য

দেশের মানুষের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে জোর। চিকিত্সার খরচ কমানো।

11/11

সরকারি হস্তক্ষেপ নিয়ন্ত্রণ

লাল ফিতের ফাঁস থেকে মুক্তি দিতে হবে দেশকে। কর্মঠ, দায়িত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আমলা এবং ইলেকট্রনিক ব্যবস্থার প্রচলন ভিশন ২০৩০-র দশম দিক।