International Lefthanders Day: বাঁ হাত দিয়েই এঁরা ঘুরিয়ে দিয়েছিলেন সভ্যতার ইতিহাসের চাকা
ডানহাতিদেরই পৃথিবী। এর মধ্যে কয়েকজন বাঁহাতিকে নিয়ে কে আর মাথা ঘামায়। কিন্তু ডানহাতিদের এই বিপুল সাম্রাজ্যেও নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং জোরের সঙ্গে নিজের অধিকার ঘোষণা করতে এমন একটি দিনের প্রয়োজনীয়তা ছিলই। প্রয়োজন যে ছিল তাঁর প্রমাণ কয়েকজন বিশেষ মানুষ।
সৌমিত্র সেন: আজ আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস। দিবসটি পালন করা হয় প্রতি বছরের ১৩ অগস্ট। ক্যাম্পবেল নামের এক ব্যক্তি ১৯৯২ সালে লেফট-হ্যান্ডার ক্লাব তৈরি করেছিলেন। তিনিই বাঁহাতিদের নিয়ে আন্তর্জাতিক সঙ্ঘ তৈরির প্রথম হোতা। দৈনন্দিন কাজে যারা বাঁ হাতকে প্রাধান্য দেন, তাঁদের অধিকার রক্ষা ও অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে এই দিনটিকে বিশ্ব বাঁহাতি দিবস হিসেবে উদযাপন করা হয়ে আসছে। ডানহাতিদেরই পৃথিবী। এর মধ্যে কয়েকজন বাঁহাতিকে নিয়ে কে আর মাথা ঘামায়। কিন্তু ডানহাতিদের এই বিপুল সাম্রাজ্যেও নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং জোরের সঙ্গে নিজের অধিকার ঘোষণা করতে এমন একটি দিনের প্রয়োজনীয়তা ছিলই। প্রয়োজন যে ছিল তাঁর প্রমাণ কয়েকজন বিশেষ মানুষ। তাঁরা বাঁ-হাতি ছিলেন। আর দুনিয়ার নানা যুগান্তকারী কাজকর্মের উদগাতা হিসেবে স্বীকৃত।