এখানে লক্ষ লক্ষ বছরের মানব-ইতিহাস আপনার দিকে তাকিয়ে...
International Museum Day: হাজার-হাজার জাদুঘরের মধ্যে এমন কিছু জাদুঘর পৃথিবীতে আছে, যেগুলির একটিকে একবার মাত্র চোখের দেখা দেখতে পেলেও মানুষ তার জীবন সার্থক মনে করে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব মিউজিয়ম দিবস। আজ, ১৮ মে। প্রতি বছরই দিনটির একটি থিম থাকে। এ বছরের থিম হল-- Museums, Sustainability and Well-being! টিকে থাকতে হলে বদলে যাওয়া আবহাওয়া, বিশ্ব-উষ্ণায়ন ইত্যাদির সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ সাসটেইনেবল ডেভলেপমেন্টের দিকেই যাওয়া উচিত পৃথিবীর। আর মিউজিয়ম মানুষকে সেই প্রকল্পে প্ররোচিত করে। আর সেটা ঠিকঠাক ভাবে করতে পারলেই মানুষের ভালো থাকা স্রেফ হাতের মুঠোয়। সারা বিশ্বে অসংখ্য অজস্র মিউজিয়ম আছে। প্রতিটিরই নিজস্ব গুরুত্ব আছে। তবে, এ কথা ঠিক হাজার-হাজার জাদুঘরের মধ্যে এমন কিছু জাদুঘর পৃথিবীতে আছে, যেগুলির একটিকে একবার মাত্র চোখের দেখা দেখতে পেলেও মানুষ তার জীবন সার্থক মনে করে।