আন্তর্জাতিক নারী দিবসে নিজের অনুপ্রেরণাকে স্মরণ করলেন মোদী

Mar 08, 2018, 15:10 PM IST
1/7

modi inspiration

প্রধানমন্ত্রীকে অনুপ্রাণিত করেছেন এক নারী। আন্তর্জাতিক মহিলা দিবসে সেই অনু্প্রেরণাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীকে অনুপ্রাণিত করেছেন এক নারী। আন্তর্জাতিক মহিলা দিবসে সেই অনু্প্রেরণাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

2/7

international day modi

আন্তর্জাতিক নারী দিবসে টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন নরেন্দ্র মোদী। ভিডিওয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধার সামনে মাথানত করে হাতজোড় করছেন মোদী।

আন্তর্জাতিক নারী দিবসে টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন নরেন্দ্র মোদী। ভিডিওয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধার সামনে মাথানত করে হাতজোড় করছেন মোদী।   

3/7

modi tweet 1

টুইটারে নিজেই ওই মহিলার পরিচয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

টুইটারে নিজেই ওই মহিলার পরিচয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। 

4/7

modi tweet kunwar bai

প্রধানমন্ত্রী লিখেছেন, ''চলতি বছরের শুরুতেই মারা যান ১০৬ বছরের কুনওয়ার বাই। নিজের ছাগল বেচে শৌচালয় বানিয়েছিলেন তিনি। স্বচ্ছ ভারতে তাঁর ভূমিকা কোনওদিন ভোলা যাবে না। তাঁর মহত্ কাজে আমি অনু্প্রাণিত হয়েছি।''

প্রধানমন্ত্রী লিখেছেন, ''চলতি বছরের শুরুতেই মারা যান ১০৬ বছরের কুনওয়ার বাই। নিজের ছাগল বেচে শৌচালয় বানিয়েছিলেন তিনি। স্বচ্ছ ভারতে তাঁর ভূমিকা কোনওদিন ভোলা যাবে না। তাঁর মহত্ কাজে আমি অনু্প্রাণিত হয়েছি।''

5/7

modi tweet

তিনি আরও লিখেছেন,  ''ছত্তিসগঢ়ে একটি অনুষ্ঠানে ওনার আশীর্বাদ নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি। বাপুর স্বচ্ছ ভারতের আদর্শের পথে চলা সকলের জন্য হৃদয়ে থাকবেন কুনওয়ার বাই।''

তিনি আরও লিখেছেন,  ''ছত্তিসগঢ়ে একটি অনুষ্ঠানে ওনার আশীর্বাদ নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি। বাপুর স্বচ্ছ ভারতের আদর্শের পথে চলা সকলের জন্য হৃদয়ে থাকবেন কুনওয়ার বাই।''   

6/7

modi kunwar

ছত্তিসগড়ে একটি অনুষ্ঠানে কুনওয়ার বাইকে সম্মানিত করেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি।

ছত্তিসগড়ে একটি অনুষ্ঠানে কুনওয়ার বাইকে সম্মানিত করেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি। 

7/7

kunwar

 নিজের ১০টি ছাগল বেচে ঘরে দুটি শৌচালয় বানিয়েছিলেন কুনওয়ার বাই।

নিজের ১০টি ছাগল বেচে ঘরে দুটি শৌচালয় বানিয়েছিলেন কুনওয়ার বাই।