আইপিএল ফাইনাল-এর তারিখে বদল! টুর্নামেন্ট হবে ৫৩ দিনের

Jul 30, 2020, 14:28 PM IST
1/5

৮ নভেম্বর হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল। কিন্তু জানা যাচ্ছে, বিসিসিআই ফাইনাল ম্যাচের তারিখ বদলাতে পারে। 

2/5

১০ নভেম্বর হতে পারে আইপিএলের ফাইনাল। কারণ, ফাইনাল খেলে দুবাই থেকে সরাসরি অস্ট্রেলিয়া সফরের জন্য উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। 

3/5

২ অগাস্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল শুরু হওয়ার কথা ২৬ সেপ্টেম্বর। সেই তারিখে কোনও বদল আনা হয়তো হবে না। 

4/5

৫১ দিনের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হতে পারে ৫৩ দিনের। ফাইনালের আগে অনেক ভারতীয় ক্রিকেটার ফ্রি হয়ে যাবেন। তবুও তাঁরা দুবাই ছেড়ে বেরোতে থাকতে পারবেন না। তাঁদের থাকতে হবে  কোয়ারেন্টাইনে। বিসিসিআই দুবাইতে প্রস্তুতি শিবির আয়োজনের ব্যবস্থা করতে পারে। অস্ট্রেলিয়া সফরের আগে ক্রিকেটাররা সেখানে প্র্যাকটিস সারবেন। 

5/5

অস্ট্রেলিয়া সফর লম্বা। তাই আইপিএলের জন্য দুবাইতে যাওয়ার পর ক্রিকেটাররা বাড়ি থেকে দূরে থাকবেন অনেকদিন। চলতি বছরে আর ক্রিকেটাররা বাড়ি ফিরতে পারবেন না হয়তো। কারণ আইপিএল খেলেই ভারতীয় ক্রিকেটাররা চলে যাবেন অস্ট্রেলিয়া।