হাঁটু গেড়ে বসে ডান হাত উপরে তুলে 'Black Lives Matter' আন্দোলনকে সমর্থন করলেন হার্দিক পান্ডিয়া

Oct 26, 2020, 12:49 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: এবার আইপিএলেও 'Black Lives Matter'। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাঁটু গেড়ে বসে ডান হাত উপরে তুলে 'Black Lives Matter' আন্দোলনকে সমর্থন করলেন হার্দিক পান্ডিয়া।

2/5

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৬০ রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার।

3/5

হাফসেঞ্চুরি করার পরই 'Black Lives Matter' আন্দোলনকে সমর্থন করে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর বার্তা দেন হার্দিক পান্ডিয়া।

4/5

নিজের ইনস্টাগ্রাম পেজে সেই ছবি পোস্ট করেন এই অলরাউন্ডার।

5/5

কোভিড পরিস্থিতি কাটিয়ে নিউ নর্মালে ক্রিকেট শুরুর প্রথম দিনও 'Black lives matter' দেখেছিল ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে সেই দৃশ্য দেখা গিয়েছিল। গত মে মাসে আফ্রো-আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরই 'Black Lives Matter' আন্দোলন শুরু হয়। কালো চামড়ার মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই আন্দোলন শুরু হয় সারা বিশ্ব জুড়ে।