IPL 2020: আমিরশাহিতে ১৪ দিন পর পুনর্মিলন চেন্নাই শিবিরে

Sep 04, 2020, 19:50 PM IST
1/5

২১ অগাস্ট আইপিএল খেলতে আমিরশাহি পৌঁছেছে চেন্নাই দল। ছয়দিনের বাধ্যমূলক কোয়ারেন্টিনের পর দুই ক্রিকেটার সহ মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয় চেন্নাই শিবিরে। তাই আরও সাত দিনের কোয়ারেন্টিনে যান করোনা নেগেটিভ ক্রিকেটাররা। অবশেষে স্বস্তি। আরও দুবার করে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় এবার কোয়ারেন্টিন পর্ব শেষ হল ধোনিদের।

2/5

তবে করোনা আক্রান্ত  ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের  আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে।  

3/5

শুক্রবার সকালে দুবাইয়ের তাজ হোটেলের ডাইনিং হলে জড়ো হয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হল দলের প্রায় সকলেই।

4/5

হোটেলের লবিতে পাশাপাশি বসে প্রাতঃরাশ করছেন মহেন্দ্র সিং ধোনি এবং অজি তারকা শেন ওয়াটসন।

5/5

 এদিকে সুরেশ রায়নার পর আইপিএল থেকে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের তারকা স্পিনার হরভজন সিং।