IPL 2021: আইপিএল-এর মঞ্চে Virat Kohli-র সেরা পাঁচ ইনিংস
এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে আইপিএল (IPL) ট্রফি তাঁর কাছে অধরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) প্রাপ্তির ভাঁড়ার শূন্য। তবে বাইশ গজের যুদ্ধে সবসময় অপ্রতিরোধ্য থেকেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্রোড়পতি লিগের ইতিহাসে ২০৫ ম্যাচে সর্বাধিক ৬২৪০ রান করে শীর্ষে রয়েছেন 'কিং কোহলি'। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৪২টি অর্ধ শতরান। শতরানের বিচারে এই প্রতিযোগিতায় ক্রিস গেইলের পরেই রয়েছেন আরসিবি সেনাপতি। 'ইউনিভার্স বস' সবচেয়ে বেশি ছয়টি শতরান করেছেন। সেখানে কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে।
নিজস্ব প্রতিবেদন: এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে আইপিএল (IPL) ট্রফি তাঁর কাছে অধরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) প্রাপ্তির ভাঁড়ার শূন্য। তবে বাইশ গজের যুদ্ধে সবসময় অপ্রতিরোধ্য থেকেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্রোড়পতি লিগের ইতিহাসে ২০৫ ম্যাচে সর্বাধিক ৬২৪০ রান করে শীর্ষে রয়েছেন 'কিং কোহলি'। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৪২টি অর্ধ শতরান। শতরানের বিচারে এই প্রতিযোগিতায় ক্রিস গেইলের পরেই রয়েছেন আরসিবি সেনাপতি। 'ইউনিভার্স বস' সবচেয়ে বেশি ছয়টি শতরান করেছেন। সেখানে কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে।
গত বছরের পর এ বারও প্লে-অফে চলে গিয়েছে কোহলির দল। অধিনায়ক হিসেবে প্রথম ও শেষ বার ট্রফি জিততে হলে কোহলির ব্যাটে বড় রান দরকার। সন্ধেবেলা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে মাঠে নামার আগে কোহলির সেরা পাঁচটি আইপিএল ইনিংসের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।