IPL Auction: ক্রোড়পতি লিগের ইতিহাসে ভারতের ১০ সবচেয়ে দামি ক্রিকেটার, ছবিতে দেখে নিন
১০ ‘বড়লোক’ ক্রিকেটারের গল্প।
নিজস্ব প্রতিবেদন: আগামী ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএল-এর মেগা নিলাম। এই নিলামেই একাধিক ক্রিকেটারকে রেকর্ড অর্থে কিনে নেওয়া হবে। কেউ কেউ আবার থেকে যাবেন অবিক্রিত। অখ্যাত-অনামীরা যেমন সুযোগ পাবেন। থাকবে একাধিক চমক। এর আগে ছবিতে দেখে নেওয়া যাক আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটারদের তথ্য।
1/10
যুবরাজ সিং (১৬ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৫ নিলাম)
2/10
যুবরাজ সিং (১৪ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএল ২০১৪ নিলাম)
photos
TRENDING NOW
3/10
দীনেশ কার্তিক (১২.৫ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৪ নিলাম)
4/10
জয়দেব উনাদকট (১১.৫ কোটি, রাজস্থান রয়্যালস, আইপিএল ২০১৮ নিলাম)
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ভাল পারফর্ম করার সুবাদে, ২০১৮ সালের নিলামে রেকর্ড অর্থে রাজস্থান রয়্যালস কিনে নেয় জয়দেব উনাদকটকে। সেই নিলাম মঞ্চে নিজের বেস প্রাইসের সাতগুন বেশি পেয়েছিলেন জয়দেব। যদিও মাঠে নেমে তেমন প্রভাব ফেলতে পারেননি এই বাঁহাতি জোরে বোলার।
5/10
গৌতম গম্ভীর (১১.০৪ কোটি, কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০১১ নিলাম)
6/10
কেএল রাহুল (১১ কোটি, কিংস ইলেভেন পঞ্জাব, আইপিএল ২০১৮ নিলাম)
২০১৮ সালের নিলামে কেএল রাহুলকে দলে নেওয়ার জন্য জোড় লড়াই হয়েছিল। আসরে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পঞ্জাব। এই চার দলের মধ্যে রাহুলকে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ১১ কোটি টাকায় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব রাহুলকে কিনে নেয়। সেই মরশুমে পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হন তিনি।
7/10
মনীশ পান্ডে (১১ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০১৮ নিলাম)
8/10
দীনেশ কার্তিক (১০.৫ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএল নিলাম ২০১৫)
9/10
রবীন্দ্র জাদেজা (প্রায় ৯.৮ কোটি, চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০১২ নিলাম)
10/10
রবিন উথাপ্পা (প্রায় ৯.৫ কোটি, পুনে ওয়ারিয়র্স, আইপিএল ২০১১ নিলাম)
photos