রাজরোষের শিকার! সাংবাদিককে ফাঁসিতে ঝুলিয়ে দিল ইরানের সরকার
Dec 13, 2020, 17:45 PM IST
1/5
রাজরোষের শিকার ইরানের জনপ্রিয় সাংবাদিক রুহোল্লা জম। ইরানের সরকার শনিবার সকালে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তখনই খবর প্রকাশ হয়নি। তবে রবিবার সকালে জানাজানি হয়ে যায়।
2/5
জুন মাসে একটি আদালত তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছিল। ২০১৭ সালে একটি আন্দোলনে ইন্ধন জোগানোর অভিযোগ ছিল জমের বিরুদ্ধে।
photos
TRENDING NOW
3/5
সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জম তাঁর ওয়েবসাইট ও চ্যানেলে ওই আন্দোলনের খবর প্রকাশ করেছিলেন। এমনকী বেশ কিছু সরকারি আমলার বিরুদ্ধেও অকাট্য প্রমাণ সমেত খবর প্রকাশ করেছিলেন।
4/5
ইরানের শিয়া ধর্মতন্ত্র জমের জন্য চ্যালেঞ্জ-এর মুখে পড়ে। সরকার তাই ব্যবস্থা নিতে দেরি করেনি। তার বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ দায়ের হয়। এমনকী বলা হয়, জম ষড়যন্ত্র করে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে।
5/5
২০০৯ সালে গ্রিন মুভমেন্ট আন্দোলন ইরানের সরকারকে চিন্তায় ফেলেছিল। তার পর ২০১৭ সালের সেই আন্দোলনও সরকারকে প্রবল অস্বস্তিতে ফেলেছিল। আর সেই আন্দোলনের খবর সম্প্রচার করে সাংবাদিকে চরম শাস্তি পেতে হল।