ধর্মদ্রোহের অভিযোগ, ইরানি 'জোম্বি অ্যাঞ্জোলিনা জোলি'র ১০ বছরের কারাদণ্ড

Dec 12, 2020, 18:34 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: ১০ বছরের কারাদণ্ড সাজা দেওয়া হল  ইরানি 'জোম্বি অ্যাঞ্জেলিনা জোলি' ফতেমেহ খিসবন্দকে। ধর্মদ্রোহ ও যুবকদের বিভ্রান্ত করার অভিযোগে গতবছর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।   

2/8

ইরানের তেহরানের বাসিন্দা ফতেমেহ খিসবন্দ সহর তবর নামে পরিচিত। অ্যাঞ্জেলিনা জোলির জোম্বি রূপ ইনস্টাগ্রামে দিয়ে জনপ্রিয়তা লাভ করেন ফতেমেহ। 

3/8

ইরানি সাংবাদিক মাসিহ অলিনেজাদ জানান,তিনি তবরের আইনজীবীর সঙ্গে কথা বলে জেনেছেন,'১০ বছরের কারাদণ্ড হয়েছে তবরের। 

4/8

তাঁর মুক্তির জন্য হলিউড অভিনেত্রীর কাছে আর্জি করেন মাসিহ। টুইটারে তিনি লিখেছেন,'১০ বছরের জেল হয়েছে ইনস্টাগ্রামে মেকআপ ও ফটোশপ করা জোম্বি অ্যাঞ্জেলিনা জোলি। মাত্র ১৯ বছরের সহর তবর। মস্করা করতে গিয়ে জেলে যেতে হল। ওঁর মা প্রতিদিন মেয়ের মুক্তির জন্য কেঁদে চলেছেন। ওকে ছাড়াতে সাহায্য করুন  অ্যাঞ্জেলিনা জোলি।' 

5/8

তাসনিম নিউজ এজেন্সির খবর, তবরের বিরুদ্ধে ধর্মদ্রোহ, হিংসায় উস্কানি, যুবকদের দুর্নীতিতে উৎসাহ ও অকাজ করে আয়ের ধারা দেওয়া হয়েছে। 

6/8

২০১৭ সালে জনপ্রিয়তা পেয়েছিলেন তবর। অ্যাঞ্জোলিনা জোলির মতো হতে শরীরে ৫০টি সার্জারি করিয়েছিলেন। তবে তা করতে গিয়ে মুখের আকৃতি বিগড়ে গিয়েছিল বলে ধরে নিয়েছিলেন তবরের ভক্তরা।   

7/8

২০১৭ সালে জনপ্রিয়তা পেয়েছিলেন তবর। অ্যাঞ্জোলিনা জোলির মতো হতে শরীরে ৫০টি সার্জারি করিয়েছিলেন। তবে তা করতে গিয়ে মুখের আকৃতি বিগড়ে গিয়েছিল বলে ধরে নিয়েছিলেন তবরের ভক্তরা।   

8/8

২০১৯ সালে সহর তবর নিজের আসল মুখের ছবি দেন। দাবি করেন, জোলির জোম্বি লুকের ছবি দেন নেহাত রসিকতা জন্য। মেকআপ ও ফটোশপ করে জোম্বি সাজেন। তিনি বলেন,'আমি স্বপ্নেও ভাবতে পারি না অ্যঞ্জোলিনা জোলির মতো দেখতে হব।' তবে ঠোঁট ও নাকে সার্জারির কথা স্বীকার করেছেন তবর।