এবার রেলের সেলুন কারে আপনিও চড়তে পারেন

Mar 31, 2018, 13:47 PM IST
1/10

Pic10

Pic10

ভারতে ট্রেনযাত্রা এবার আরও বিলাসবহুল হল। সাধারণ যাত্রীদের জন্যও এবার সেলুন কারে ভ্রমণের ব্যবস্থা করল আইআরসিটিসি।

2/10

Pic9

Pic9

রেলের পদস্থ আধিকারিক অথবা ভিভিআইপিদের জন্যই এতদিন পর্যন্ত সংরক্ষিত থাকত এই সেলুন কার। যে সমস্ত এলাকায় বিমান বা সড়ক যোগাযোগ তেমন ভাল নয়, সেসব এলাকায় পর্যবেক্ষনের জন্য এই সেলুন কারেই যাত্রা করেন রেল আধিকারিকরা।

3/10

Pic8

Pic8

ভারতীয় রেলমন্ত্রক সূ্ত্রে খবর, সাধারণভাবে পর্যবেক্ষনের কাজ না থাকলে এই সেলুন কার কোচগুলিকে বসিয়েই রাখতে হয় রেলকে। অথচ এইসব কোচের রক্ষণাবেক্ষণ বাবদ দৈনিক বিপুল টাকা খরচ হয় রেলের। ফলে, রেলের জন্য পুরোটাই ক্ষতি। এবার তাই আয় বাড়াতে পর্যটন ক্ষেত্রে ব্যবহার করা হবে এই সেলুন কারগুলি। ঠিক হয়েছে, বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে এই প্রকল্প।

4/10

Pic7

Pic7

আইআরসিটিসি সূত্রে খবর, প্রথম ধাপে ৬২টি বাতানুকুল সেলুন কারকে কাজে লাগানো হবে। লাভের মুখ দেখলে, এরপর যুক্ত করা হবে বাকিগুলি।

5/10

Train11

Train11

ভারতীয় রেলের ১৮টি জোনের ৬৮টি ডিভিশনে মোট ৩৩৬টি সেলুন কার রয়েছে। এগুলির মধ্যে ৬২টি সেলুন কার বাতানুকুল।

6/10

Pic6

Pic6

এক একটি সেলুন কারে রয়েছে ১টি লিভিং রুম, ২টি বেডরুম, সঙ্গে অ্যাটাচড বাথ। এছাড়াও থাকছে একটি ডাইনিং রুম ও একটি রান্নাঘর।

7/10

Pic5

Pic5

কোচে থাকছে একটি ভ্যালেট সার্ভিস (স্টেশনে কোচটির পার্কিংয়ের ব্যবস্থা)। তবে, প্রথম দফায় তার জন্য টাকা দিতে না হলেও, পরে তাতে আলাদা ভাড়া লাগবে।

8/10

Pic4

Pic4

ভিআইপি ব্যবস্থাযুক্ত প্রথম সেলুন কারটি যুক্ত করা হয়েছে জম্মু এক্সপ্রেস-এর সঙ্গে। ২ লক্ষ টাকা দিয়ে সেই কোচটি ইতিমধ্যেই একটি পর্যটন সংস্থা তাদের ৬ পর্যটকের জন্য বুক করেছে।

9/10

Pic3

Pic3

একটি পাঁচতারা হোটেলের বিলাসবহুল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হচ্ছে এই সেলুন কারগুলি।

10/10

Pic2

Pic2

রেল পর্যটন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হতে পারে এই ব্যবস্থা, এমনটাই আশা করছে রেলমন্ত্রক।