ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে কালবৈশাখী, খবর শুনেই 'স্বস্তি' কলকাতাবাসীর

Mar 31, 2018, 14:15 PM IST
1/9

Kal-1

Kal-1

একদিন আগেই উত্তর ভিজেছে, এ বার কি দক্ষিণের পালা? গরমে হাঁসফাঁস আমজনতার মনে এখন এই প্রশ্নই ঘোরাঘুরি করছে। তবে, বৃষ্টিতে ভিজতে পারেন, এমন আশ্বাস দিচ্ছে হাওয়া অফিস।

2/9

Kal-2

Kal-2

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

3/9

Kal-3

Kal-3

আজ, শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কোথাও কোথাও কালো মেঘে ঢেকেছে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

4/9

Kal-4

Kal-4

অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।

5/9

Kal-5

Kal-5

বিহার থেকে ওড়িশা পযর্ন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবতও।

6/9

Kal-6

Kal-6

এই দু'দিনে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও উজ্জ্বল।

7/9

Kal-7

Kal-7

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় শুরু হয়েছে শিলাবৃষ্টি।

8/9

Kal-8

Kal-8

শুক্রবারও ভারী বৃষ্টি হয় উত্তরবঙ্গের বেশকিছু জায়গায়। সঙ্গে শিলাও পড়েছে। 

9/9

Kal-9

Kal-9

শনিবারও উত্তরবঙ্গে হালকা ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।