ভ্রমণপ্রিয় বাঙালির জন্য় সুখবর! পুজোর সময় থেকে শুরু হচ্ছে IRCTC ট্যুর, জেনে নিন নয়া নিয়মকানুন

Jun 16, 2020, 10:58 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে লকডাউনে মার্চ মাস থেকে ঘরবন্দি আপামত দেশবাসী। গণপরিবহন থেকে ট্যুর বুকিং বন্ধ ছিল সব।   

2/7

অবশেষে ফের ট্যুর শুরু করতে চলেছে IRCTC। পুজো থেকে ট্যুরিজম শুরু  করতে চায় IRCTC।   

3/7

তবে করোনা পরিস্থিতিতে ইচ্ছুক পর্যটকদের জন্য IRCTC বেশকিছু নিয়মকানুন, বিধিনিষেধও আরোপ করতে চলেছে ।   

4/7

IRCTC অধিকর্তা  দেবাশিস চন্দ্র জানিয়েছেন, ট্যুরে যাওয়ার আগে প্রত্যেক যাত্রীকে কোভিড সংক্রমণ নেই, এই ছাড়পত্র জমা দিতে হবে।   

5/7

পাশাপাশি ৬৫ বছরের উপরে যাঁদের বয়স বা যাঁরা গর্ভবতী তাঁরা ট্যুরে যেতে পারবেন না।   

6/7

এখন থেকে ট্যুরের প্ল্যানিংও হবে আলাদা। ৫ থেকে ৬ জনের ছোট ছোট গ্রুপ নিয়ে হবে ট্যুর।   

7/7

দেবাশিস বাবু জানান, মূলত উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য এবং ট্রেকিং এলাকায় ট্যুরের প্ল্যান করা হচ্ছে মূলত।