1/5
পাঠানের উত্তর
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশ উত্তাল। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়েছে জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর দিল্লি পুলিসের লাঠিচার্জের পর। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর পুলিসের লাঠিচার্জের বিরোধিতা করে টুইট করেছেন। আর তার পর থেকেই তিনি সমালোচনার মুখে।
2/5
পাঠানের উত্তর
photos
TRENDING NOW
3/5
পাঠানের উত্তর
4/5
পাঠানের উত্তর
পাঠান বললেন, ''পাকিস্তান সফরে গিয়ে আমি, লক্ষ্মীপতি বালাজি, পার্থিব প্য়াটেল ও রাহুল দ্রাবিড় সেখানকার একটি কলেজে অতিথি হিসাবে গিয়েছিলাম। লাহোরের সেই কলেজে সেদিন প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী ছিল। তাদের মধ্যে একটি মেয়ে হঠাত্ আমাকে প্রশ্ন করেছিল, আপনি তো মুসলিম। তা হলে ভারতের হয়ে খেলেন কেন! কথাটা ও যেন বেশ রাগের বশেই বলেছিল।''
5/5
পাঠানের উত্তর
photos