যমজ কন্যার প্রথম ছবি প্রকাশ্যে আনলেন মণিপুরের লৌহ মানবী
May 14, 2019, 19:19 PM IST
1/7
তাঁকে মণিপুরের লৌহ মানবী বলা হয়। টানা ১৬ বছর অনশন করে এই খেতাব অর্জন করেছেন মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানু।
2/7
মণিপুরে আফস্পা (আর্মড ফোর্স স্পেশাল পাওয়ারস অ্যাক্ট) তুলে নেওয়ার দাবিতে অনশন করেন তিনি। ২০১৬ সালে ৯ অগস্ট বিশ্বের দীর্ঘতম এই অনশন প্রত্যাহার করেন।
photos
TRENDING NOW
3/7
পরের বছরেই বিয়ে করেন তাঁর ব্রিটিশ বন্ধু ডেসমন্ড কৌটিনহোকে।
4/7
চেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী হতে। ক্ষমতায় এসে আফস্পা তুলে দেওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এর জন্য তৈরি করেন পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (পিআরজেএ) নামে এক রাজনৈতিক দলও তৈরি করেন।
5/7
মণিপুরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ওকরাম আইববি সিংয়ের বিপক্ষে লড়লে দুর্ভাগ্যবশত মাত্র ৯০টি ভোট পেয়েছিলেন। এরপরই তিনি সিদ্ধান্ত রাজনীতি থেকে অবসর নেবেন।
6/7
দক্ষিণে গিয়ে সংসার করবেন। এর দু’বছর পর ‘বিশ্ব মাতৃত্ব দিবসে’ যমজ সন্তানের জন্ম দেন তিনি। হয়ত কাকতালীয়, কিন্তু তাঁর দীর্ঘ লড়াইয়ে মাতৃত্ব দিবসে মা হওয়ার আনন্দ অন্য মাত্রা এনে দিয়েছে।
7/7
রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে দুই কন্যার সন্তানের জন্ম দেন শর্মিলা। সকাল ৯ টা ২১ নাগাদ এক মিনিটের ব্যবধানে দুই শিশু ভূমিষ্ঠ হয়। দুই নবজাতকের সেই ছবি আজ প্রকাশ্যে নিয়ে এলেন শর্মিলা ও ডেসমন্ড।