close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

আপাতত সুস্থ হয়ে মুম্বইতে ফিরেছেন ইরফান, হিন্দি মিডিয়াম ২-এর শ্যুটিং শুরু করবেন?

Mar 15, 2019, 23:58 PM IST
1/5

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ইরফান খান, ফের শুরু করবেন সিনেমার শ্যুটিং? সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া বেশকিছু ছবির ভিত্তিতে এমন প্রশ্নই ঘোরাফেরা করছে। 

2/5

সম্প্রতি প্রযোজন দীনেশ বিজনের বাড়ির সামনে দেখা যায় ইরফানকে।

3/5

মনে করা হচ্ছে খুব শীঘ্রই হয়ত হিন্দি মিডিয়াম ২ এর শ্যুটিং শুরু করবেন ইরফান। যেকারণেই তিনি প্রযোজকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 

4/5

হিন্দি মিডিয়াম ছবির প্রথম ভাগের প্রযোজনা করে দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস। 

5/5

প্রসঙ্গত নিউরো এন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন লন্ডনে চিকিৎসার জন্য ছিলেন ইরফান খান।