1/7
2/7
শনিবার আউট্রাম ঘাট থেকে বের হয় ইসকনের উল্টোরথ। সেই রথে সামিল হয়ে জগন্নাথ প্রেমে ভেসে গেলেন রাশিয়া ও ইউক্রেনের ইসকন ভক্তরা। একসঙ্গে ভোগ রাঁধলেন, তা বিলি করলেন, নাচলেন। মানুষকে প্রেমের বার্তা দিলেন। অথচ কয়েক মাস ধরেই চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ছোট্ট দেশ ইউক্রেন। তার পরেও দুদেশের মানুষজনকে মিলিয়ে দিলেন জগন্নাথ দেব। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
7/7
উল্টোরথ নিয়ে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, রথ সবাইকে মিলিয়ে দেয়। দুনিয়ার ১৫০টি দেশে ইসকনের ভক্ত রয়েছেন। রাষ্ট্রসঙ্ঘে অনেক দেশ রয়েছে। তারা একই সংগঠনের সদস্য হলেও তাদের মধ্যে শত্রুতা রয়েছে। কিন্তু জগন্নাথ সবাইকে মিলিয়ে দেন। তাই তিনি লর্ড জগন্নাথ । সকালে রাশিয়া ও ইউক্রেনের ভক্তরা তাঁদের পছন্দের খাবার রান্না করেন। তা ভোগ হিসেব বিরতণ করেন। ওদের মধ্য়ে যুদ্ধ চলছে। কিন্তু ওরা এখন বন্ধু। জগন্নাথ ওদের মিলিয়ে দিয়েছেন। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য
photos