ISL 2018-19 : উদ্বোধনে হিমা দাস, প্রথম ম্যাচে কেরলের কাছে হারল কলকাতা

Sep 30, 2018, 09:37 AM IST
1/6

1

ISL 2018-19 : উদ্বোধনে হিমা দাস, প্রথম ম্যাচে কেরলের কাছে হারল কলকাতা

#  শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাদামাটা অনুষ্ঠানের মধ্যে দিয়েই পঞ্চম আইএসএল-র উদ্বোধন হয়ে গেল।                                                           (ছবি সৌজন্যে- আইএসএল)  

2/6

2

ISL 2018-19 : উদ্বোধনে হিমা দাস, প্রথম ম্যাচে কেরলের কাছে হারল কলকাতা

# জাকার্তা এশিয়াডে পদক জয়ী, অর্জুন পুরস্কারে সম্মানিত অ্যাথলিট হিমা দাসের হাতে করে আনা বল দিয়েই ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধন হল।          (ছবি সৌজন্যে- আইএসএল)

3/6

3

ISL 2018-19 : উদ্বোধনে হিমা দাস, প্রথম ম্যাচে কেরলের কাছে হারল কলকাতা

# আইএসএল-র চেয়ারপার্সন নীতা আম্বানির পাশাপাশি এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এটিকে-র দুই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন বলিউড তারকা অভিষেক বচ্চন।              (ছবি সৌজন্যে- আইএসএল)

4/6

4

ISL 2018-19 : উদ্বোধনে হিমা দাস, প্রথম ম্যাচে কেরলের কাছে হারল কলকাতা

# আইএসএল সিজন ফাইভের প্রথম ম্যাচেই কলকাতাকে ২-০ গোলে হারাল কেরল।                  (ছবি সৌজন্যে- আইএসএল)

5/6

5

ISL 2018-19 : উদ্বোধনে হিমা দাস, প্রথম ম্যাচে কেরলের কাছে হারল কলকাতা

# ম্যাচের ৭৬ মিনিটে কেরল ব্লাস্টার্সের স্লোভেনিয়ার মাতেজ পোপ্লাতনিক এবং ৮৫ মিনিটে স্লাভিসা স্তয়নোভিচের গোলে পঞ্চম আইএসএল-র প্রথম ম্যাচেই ০-২ গোলে হারল এটিকে।             (ছবি সৌজন্যে- আইএসএল)

6/6

6

ISL 2018-19 : উদ্বোধনে হিমা দাস, প্রথম ম্যাচে কেরলের কাছে হারল কলকাতা

# আইএসএল-র প্রথম ম্যাচে কখনও হারেনি কলকাতা। প্রথম ম্যাচে না হারার সেই পরিসংখ্যান শনিবারের পরে অতীত হয়ে গেল কলকাতাতেই।              (ছবি সৌজন্যে- আইএসএল)