ইসলামপুর হয়ে গেল ঈশ্বরপুর! নাম বদল ঘিরে জল্পনা তুঙ্গে

Nov 12, 2018, 15:34 PM IST
1/5

নাম বদলের পালা কি এবার পশ্চিমবঙ্গেও? উত্তর দিনাজপুরের একটি স্কুলের বোর্ডকে ঘিরে উসকে উঠেছে সেই জল্পনা।

2/5

উত্তর দিনাজপুরের ইসলামপুরে অবস্থিত 'সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির' নামে একটি স্কুলের বোর্ডে শহরের নাম লেখা হয়েছে 'ঈশ্বরপুর'।

3/5

জানা গিয়েছে, স্কুলটি বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত। স্কুল বিল্ডিংয়ে শহরের নাম ইসলামপুর লেখা থাকলেও, স্কুল বোর্ডে এভাবে শহরের নাম বদলে দেওয়ায় উসকে উঠেছে বিতর্ক।

4/5

দীর্ঘদিন ধরেই নাকি ওই স্কুলের বোর্ডে শহরের নাম ঈশ্বরপুর লেখা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু, ইসলামপুরের নাম অতীতে কখনও ইশ্বরপুর ছিল বলে মনে করতে পারেননি স্থানীয়রা।

5/5

এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের দেখা মেলেনি। আর স্কুলে যারা ছিলেন, তারা এবিষয়ে মুখ খোলেননি। প্রসঙ্গত, উত্তরপ্রদশে যোগী সরকার ক্ষমতায় আসার পর এলাহাবাদের নাম বদলে করা হয়েছে 'প্রয়াগ', ফৈজাবাদের নাম বদলে করা হয়েছে 'অযোধ্যা'। শোনা যাচ্ছে, আমেদাবাদের নামও নাকি বদলে ফেলা হবে। আমেদাবাদের নতুন নাম হবে কর্ণাবতী করার প্রস্তাব দেওয়া হয়েছে।