Weather Update: রমজানের শেষে ভিজতে পারে কলকাতা, স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৫ জেলায়

Weather Update: প্রবল গরমে পুড়ছে বাংলা। সপ্তাহখানক আগেই বাতাসে জলীয় বাস্পের মাক্রা একেবারে কমে গিয়েছিল। সেইসময় ঘাম না হলেও রোদের দাপটে পুড়ে যাচ্ছিল চামড়া

Apr 20, 2023, 16:02 PM IST
1/5

তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। বেলা বাড়তেই বাইরে বের হওয়া দায়। অধিকাংশ জেলায় তাপমাত্র চল্লিশের কাছাকাছি।  এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। শনিবার ভিজতে পারে কলকাতা।

2/5

এই প্রবল গরম, অস্বস্তি আরও চলবে দুদিন। ২২ এপ্রিল থেকে নামবে পারদ। কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

3/5

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ঘণ্টাখানেকের মধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির একটি বড় অংশে আজও বৃষ্টি হতে পারে। বাকী মালদহ ও দুই দিনাজপুরে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

4/5

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনি ও রবি। কলকাতার ক্ষেত্রে রবি, সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতায়। সেক্ষেত্রে উত্তর কলকাতায় বৃষ্টি হলে দক্ষিণে তা নাও হতে পারে।

5/5

রবি থেকে মঙ্গল গোটা কলকাতা দফায় দফায় ভিজবে। তবে তাতে কলকাতায় গরম কতটা কমবে বা অস্বস্তি কতটা কমবে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।